হৃতিকের রোশন শিষ্য হতে অডিশন ১৫ হাজার তরুণের


হৃতিকের ফ্যান হতে ১৫ হাজার তরুণের অডিশন
১১ ডিসেম্বর ২০১৭,
 BD Google News

হৃতিক রোশন
বলিউড তারকা হৃতিক রোশনের আগামীতে মুক্তি পাচ্ছে সুপার থার্টি নামের ছবির । এ ছবিতে গণিতবিদ আনন্দ কুমারের চরিত্রে স্বারূপ অভিনয় করবেন হৃতিক। তাঁর সাথে দেখা যাবে আরো ৩০ জন শিক্ষার্থীকে, যাঁরা হৃতিকের সঙ্গে পর্দা উপস্থিত দেখা যাবে। এই ৩০ জন তরুণকে কারা হবে, তা নিয়ে চলছে অধিক গবেষণা। ভারতের বিভিন্ন প্রদেশ থেকে প্রায় ১৫ হাজার তরুণের অডিশন নেওয়া হয়েছে ঐ শো এর ৩০ জনের জন্য। তাঁদের মধ্য থেকে ৭৮ জনের একটি তালিকা চূড়ান্ত করা ইত মধ্যে সম্পন্ন হয়েছে।
সুপার থার্টির মুভির জন্য ৩০ জন শিক্ষার্থী যাচাই-বাছাইয়ের কাজ করছেন কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবরা। এর আগে তিনি অডিশনের মধ্যমে বজরঙ্গি ভাইজান ছবির ছোট্ট ‘মুন্নি’ ওরফে হারশালিকে খুঁজে বের করেছিলেন। তা ছাড়া আমির খানের দঙ্গল ছবির চার কুস্তিগীর কন্যার খোঁজও আবিষ্কার করেছিলেন এই মুকেশ ছাবরা। তাই এরপর থেকে কাস্টিং ডিরেক্টর হিসেবে তাঁর নাম ছড়িয়ে পড়েছে সর্বত্র।সুপার থার্টির জন্য ৩০ জন তরুণ বাছাইয়ের ব্যাপারে মুকেশ ছাবরা বলেছেন, ‘ছবির জন্য আমাদের দরকার ১৫ থেকে ১৭ বছর বয়সী ৩০ জন তরুণ-তরুণীকে। ভোপাল, মুম্বাই, বিহার,  দিল্লিতে গিয়ে আমরা ১৫ হাজার শিক্ষার্থীর অডিশন ইতমধ্যে নিয়ে নিয়েছি। এরপর সেখান থেকে প্রথমে ৪৫০, এরপর ২৩০, ২৫০ আর এখন ৭৮ জনে এসে থেমেছে আমাদের খোঁজ। বর্তমানে এ নিয়ে কর্মশালা চলছে। কর্মশালা শেষে ৭৮ জনের মধ্য থেকেই বেরিয়ে আসবে হৃতিক রোশনের ৩০ শিষ্যের চুড়ান্ত নাম।’

বিকাশ বেহেল পরিচালনা করছেন এই সুপার থার্টি মুভিটিতে। তিনি কঙ্গনা রনৌত অভিনীত বানিজ্যসফল কুইন ছবিটির পরিচালক ছিলেন। 
সূত্র: ইন্ডিয়ান দৈনিক পত্রিকা
BD Google News/BC Sarker

0 comments