বিচারকদের চাকরি শৃঙ্খলাবিধির গেজেট বিজি প্রেসে

বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট বিজি প্রেসে
১১ ডিসেম্বর ২০১৭

সরকার
অধিন্যস্ত আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা গেজেট হিসেবে প্রকাশের জন্য বিজি প্রেসে পাঠানো হয়েছে। আজ সোমবার অনলাইন দৈনিক পত্রিকার সাংবাদিকদের এ তথ্য জানান আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক।

আইনসচিব বলেন, বিজি প্রেস থেকে বিধিমালা ছাপানো পর হাতে এসে পড়লে তা ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

উল্লেখ্য ১৯৯৯ সালের ২ ডিসেম্বর আপিল বিভাগ মাসদার হোসেন মামলায় ১২ দফা নির্দেশনা দিয়ে রায় প্রদান করেন।রায়ের আলোকে নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা প্রণয়নের নির্দেশনা ছিল। ১২ দফার মধ্যে ইতিমধ্যে কয়েক দফা বাস্তবায়ন করেছে বর্তমান সরকার। এ জন্য বারবার তলব দিতে হয়েছে আপিল বিভাগকে। আপিল বিভাগের নির্দেশনার পর ২০১৫ সালের ৭ মে বিধিমালার খসড়া প্রণয়ন করে সুপ্রিম কোর্টে পাঠায়। আপিল বিভাগ ওই বিধিমালা সংশোধন করে দেন। ওই খসড়া আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। সেই বিধিমালা গেজেট আকারে জারি করে তা দাখিল করতে গত বছরের ২৮ আগস্ট আইন মন্ত্রণালয়কে নির্দেশ প্রদান আপিল বিভাগ। এরপর কয়েক দফা সময় নেয় রাষ্ট্রপক্ষ।

BD Google News/BC Sarker

0 comments