দুঃখ প্রকাশ করলে তামিমের

উইকেটকে নিয়ে সমালোচনা করে এখন তার কাছে দঃখের, তামিম।
১৪ ডিসেম্বর ২০১৭, 

মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামের বিপিএলে আসরের ম্যাচে  উইকেটকে বলেছিলেন ‘জঘন্য’। কারণ দর্শানোর নেটিশ ধরিয়ে দেওয়া হয়েছিল তাঁকে। আজ ছিল তার শুনানি। সকালে বিসিবি কার্যালয়ে উপস্থিত হয়ে নিজের মন্তব্যের জন্য গভির দুঃখ প্রকাশ করেছেন ক্রিকেটার তামিম ইকবাল।

উইকেটের সমালোচনা করাটা তাঁর ঠিক হয়নি। তার আরও মার্জিত হওয়া উচিত ছিল, সেটিই শুনানিতে বলেছেন জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল, ‘তাহাদের উদ্বেগ তারা জানিয়েছেন। আমিও মেনে নিয়েছি। আমার হয়তো আরও একটু ভালো শব্দ ব্যবহার করা উচিত ছিল। ভবিষ্যতে আমি এ ব্যপারে সতর্ক থাকব।’

উইকেটের সমালোচনা তামিম একজন ক্রিকেটার করতে করতেই পারেন। কিন্তু তামিমের ব্যাপারে বিসিবির ‘ধরনে’ নাকি আপত্তি ছিল । 

শুনানির বিষয়ে বিসিবি পরিচালক মাহবুব আনাম জানিয়েছেন, ‘সিদ্ধান্ত তামিমকে চিঠিতে জানিয়ে দেওয়া হবে। তবে এটুকু বলতে পারি, সে তার ভাষা প্রয়োগের জন্য এখন দুঃখিত।’

সংযুক্ত আরব আমিরাতে ১০ (T-10) ওভারের ক্রিকেটে ‘পাখতুনে’র হয়ে খেলাতে যাচ্ছে তামিমের। আজ রাতেই আমিরাতের উদ্দেশ্যে বিমানে ওঠার কথা তাঁর।


BD Google News/BC Sarker

0 comments