রোবট সোফিয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালে।
রোবট প্রধানমন্ত্রীকে বললেন আপনার নাতনির নামও সোফিয়া
তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশের সবচেয়ে বড় ধরনের প্রদর্শনী হয়ে গেল ডিজিটাল ওয়ার্ল্ডের মঞ্চে আজ বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বের প্রথম নাগরিকত্ব পাওয়া রোবট সোফিয়ার সাথে দেখা করল ।
প্রধানমন্ত্রী ডিজিটাল ওয়ার্ল্ডের উদ্বোধন ঘোষণার পরপরই হলুদ-সাদা জামদানির টপ আর স্কার্ট পরে মঞ্চে উপস্থিত হল সোফিয়া।
অনুষ্ঠানে উপস্থিত প্রধানমন্ত্রীও পড়ে ছিল হলুদ শাড়ি। দুজনের আলাপ হলো সম্পূর্ণ ইংরেজিতে।
শুরুতেই শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বললেন, 'হ্যালো সোফিয়া, হাউ আর ইউ’।

সোফিয়া প্রথান মন্ত্রী কে আরও বললো,আপনার নাতনির নামও সোফিয়া সেটা আমি জানি।
প্রধানমন্ত্রী এ সময় অবাক হয়ে অনুষ্ঠানের অতিথিদের জানান, তার ছেলে ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের মেয়ের তার নাতনির নামও সোফিয়া।
ডিজিটাল ওয়ার্ল্ডে যোগ দিতে সোমবার মধ্যরাতে চার দিনের সফরে ঢাকায় আসে সোফিয়া। তার চালক হংকং পলিটেকনিক বিশ্ববিদ্যালয়ের জিওভানি লায়নও সঙ্গে আসেন। বিষয়টি বাংলাদেশের মানুষের কাছে বেশ জমে উঠেছে।
0 comments