সাগরে নিম্নচাপ বাড়ছে ফেলে ৩ নম্বর সতর্কসংকেত

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ধিরে ধিরে নিম্নচাপে পরিণত হয়ে যাচ্ছে। ফলে কক্সবাজার উপকূলকে ৩ নম্বর সতর্কসংকেত দেখিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তর বলেন, আজ রাজধানীসহ সারা দেশে গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। আগামি কাল বৃষ্টি পড়ার পরিমান বাড়তে পারে। আগামী দুই-তিন দিন এই বৃষ্টিসহ মেঘলা আবহাওয়া থাকতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ বৃষ্টিও হলে সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমযেতে পারে। তাপমাত্রা কমে যাওয়ায় শীতের মাত্রা গত সপ্তাহের তুলনায় কিছুটা বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, গতকাল  সন্ধ্যা সাতটা পর্যন্ত নিম্নচাপটির কারণে বঙ্গোপসাগর বেশ উত্তাল ছিল। আবহাওয়া অধিদপ্তর বলেন, নিম্নচাপটি আজ শনিবারের মধ্যে ভারতের ওই দুই রাজ্যে স্থল নিম্নচাপে পরিণত হতে পারে। দমকা হাওয়া ও বৃষ্টিপাতের আশঙ্কায় বঙ্গোপসাগরে অবস্থানরত নৌযানগুলোকে নিরাপদ অবস্থানে থাকতে নির্দেশ দেয় আবহাওয়া অধিদপ্তর ।

BD Google News by BC Sarker

0 comments