ভারত-বাংলাদেশের সীমান্তে বিএসএফ'র গুলিতে দুজন বাংলাদেশি নিহত

রাজশাহীর গোদাগাড়ীর নামক সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন গোদাগাড়ীর ডিএমসি সীমান্ত স্থানে গত শনিবার রাতে ঘটনা ঘটে 
নিহতরা সীমান্ত এলাকার ভুবনপাড়া গ্রামের বাসিন্দা আলাউদ্দিনের ছেলে মিঠু (২৭) একই এলাকার জালাল উদ্দিনের ছেলে আবুল বাশার (২৯)
মিঠুর নামের ছেলেটির লাশ মধ্য রাত দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যর বাড়ির পাশে ফেলে রেখে চলে যায় আর বাশারের লাশ বিএসএফ নিয়ে গেছে বলে মনে করছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান সানাউল্লাহ জানিয়েছেন
স্থানীয়রা জানান, গত শনিবার রাতে গরু ব্যবসায়ী মিঠু বাশার গরু নেওয়ার জন্য ডিএমসি সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় সীমান্ত এলাকায় কাছা কাছি যান সেখান থেকে ফেরার পথে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি বষণ করে তারা গুলি প্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান, রাত দেড়টার দিকে বিএসএফ সদস্যরা গরু ব্যবসায়ী মিঠুর লাশ নিয়ে এসে তার বাড়িতে পাশে ফেলে রেখে চলে যায় বলে মিঠুর বাবা আলাউদ্দিন মিয়া দাবি করেছেন আর বাশারের লাশ নিয়ে চলে গেছে বিএসএফ

জানতে চাইলে ডিএমসি বিওপি ক্যাম্পের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, 'দুই জন বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে বিএসএফ
শেষ খবর পাওয়া পযন্ত একজনের লাশ পাওয়া গেছে অন্য লাশটি ফেরত পাওয়ার জন্য চেষ্টা চলছে বিডিআর

BD Google News/BC Sarker

0 comments